Trending

Monday, 27 May 2019

চলে গেলে বলিউডের বীরু


বীরু কথাটি শুনলেই সবার আগে আসে শোলে সিনেমার বিখ্যাত চরিত্রটির কথা। কিন্তু এই বীরু শোলে সিনেমার বীরু নয়। তিনি হলেন আর একজন বলিউড কিংবদন্তি অজয় দেবগানের বাবা, যার পুরো নাম বীরু দেবগন। তিনি বলিউড সিনেমা জগতের একজন জনপ্রিয় অ্যাকশন স্টান্ট পরিচালক ছিলেন।
অ্যাকশন কোরিগ্রাফি ছাড়াও ক্রান্তি, সৌরভ, সিংহাসনের মতো ছবিতে অভিনয় করেছিলেন বীরু৷ বলিউডের খুব পরিচিত মুখ না হলেও তাঁকে সম্প্রতি টোটাল ধামাল ছবির স্ক্রিনিংয়ে দেখা পাওয়া গিয়েছিল তাঁকে। হিন্দুস্তান কি কসম ছবিতে তিনি এমন কিছু অ্যাকশন দৃশ্য তুলে ধরেছিলেন যা তার আগে কখনও কেউ চেষ্টা করেনি। কিন্তু তাঁর প্রচেষ্টা বক্স-অফিসে শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে৷ তবে তাঁর অ্যাকশন-স্টান্টের ভক্তের সংখ্যা ছবির জগতে অগণিত৷ তাঁর প্রয়াণে স্তব্ধ বলিউড৷ তিনি মোট ৮০টির বেশি ছবিতে অ্যাকশন স্টান্ট পরিচালনা করেছিলেন। অজয় দেবগণ ছাড়াও তার আরেক ছেলে ছিল অনিল দেবগণ তিনি একজন পরিচালক।

No comments:

Post a Comment