Trending

Monday, 27 May 2019

শিশু পরীক্ষার্থীমাধ্যমিক পরীক্ষার্থীদের বয়স হওয়া উচিত ১৫ খুব কম হলেও ১৪ ও হতে পারে। কিন্তু তাই বলে ১১? এত কম বয়সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া যায়? যায় বৈকি।

হাওড়া আমতার  সইফা খাতুন। বয়স মাত্র ১১ বছর। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সে। যদিও জানা গেছে মাত্র ৬ বছর বয়সেই মাধ্যমিকের সমস্ত বই পড়া তার হয়ে গিয়েছিল। কিন্তু অত্যধিক বয়স কম থাকার জন্য সেই সময় তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে পরীক্ষায় বসার জন্য বিশেষ অনুমতি আদায় করেছে সইফা খাতুন এর পরিবার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল নির্দেশিকার ফলেই মাধ্যমিকে বসতে পেরেছে ১১ বছরের মেয়েটি। প্রতিভা তো অনেক শিশুর মধ্যেই থাকে ,তাই বলে এত প্রতিভা সচরাচর দেখা যায় না ‌। আশ্চর্যের বিষয় হলো  এই ছোট্ট মেয়েটি স্কুলের কোন গন্ডি পেরোয়নি। এমনকি মাত্র দু বছর বয়সে ইংরেজি ও বাংলা খবরের কাগজ পড়ে তার তর্জমা  করতে পারত। মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও নম্বরে বিশেষ খুশি নয় সইফা। তাই সে খাতা স্কুটিনি করতে দেয়ার কথা ভেবে রেখেছে। 

No comments:

Post a Comment