পাবজির জনপ্রিয়তাটা কত তা বোধহয় সবার জানা। ছেলে ও মেয়েরা প্রত্যেকেই পাবজির প্রতি একটু হলেও দুর্বল। যার ফলে বড়ো সমস্যাও হচ্ছে, যুব ছেলেমেয়েরা পাবজি খেলতে খেলতে তারা তাদের পড়াশোনা ও বাইরের জগতের কথা বলুলতে চলেছে। যার কারণে অভিভাবকদের একটা বড়ো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অফিসে বসে কাজ ফাঁকি দিয়ে নিয়মিত চলছে পাবজি খেলা।
কিন্তু সব থেকে বড়ো ঘটনাটি ঘটছে বিয়ের আসরে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হয়েছে যে বিয়ের আসরে বসে পাবজি খেলছেন বড়, পাশে বসে আছেন তার স্ত্রী। বিয়েতে আসা প্রত্যেক অতিথিদের উৎসাহ বর ও কনেকে দেখার জন্য। আর বর দিব্যি তার কাজ চালিয়ে যাচ্ছেন পাবজি খেলে। কাও উপহার দিতে গালে আবার মাথা গরম করে ফেলছেন বর। কারণ পাবজি খেলতে নাকি তার অসুবিধে হচ্ছে। পাশে কি হচ্ছে তার কোনো হদিস নাই তার। এই ঘটনাটি নিয়ে অনেকে তাদের মতামত দিয়েছেন।
No comments:
Post a Comment