২০১৯ লোকসভা ভোট নানা রকম জিনিস দেখাচ্ছে জনগণ কে এর মধ্যেই আরেক নিদর্শন দেখলো বাংলা। পুরুলিয়ার বলরামপুরে ভোটার দের ঘুঘনি মুড়ি খাইয়ে ভোট আদায় করার গুরুতর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
এদিন সকালে বলরামপুরের একটু বুথের সামনে অস্থায়ী ক্যাম্প করে বিজেপি থেকে ভোটার দের ঘুঘনি মুড়ি বিলি করা হচ্ছিল। বিজেপির দাবী ভোটার দের সুবিধার জন্য জলখাবার দেওয়া হচ্ছিলো এরপর সংবাদমাধ্যম এলাকায় গেলে ক্যাম্প ছেড়ে পালায় বিজেপি কর্মীরা। এলাকার তৃণমূল নেতৃত্ব কমিশনে নালিশ জানিয়েছে।
No comments:
Post a comment