২০১৯ উচ্চমাধ্যমিক এর রেজাল্ট বেড়োতে চলেছে আগামীকাল অর্থাৎ ২৭ মে ফলপ্রকাশ হতে চলেছে। সকাল ১০ টার মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে ফল জানা যাবে বলে জানিয়েছে শিক্ষাপর্ষদ এর পক্ষ থেকে। এবছর প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিকের পরীক্ষায় বসেছিলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।
উচ্চমাধ্যমিক এর ফল জানা যাবে শিক্ষাপর্ষদের নিজস্ব ওয়েবসাইট থেকে এছাড়াও ফোনে এস এম এস এর মাধ্যমেও ফল জানা যাবে,WB12 লিখে নিজের উচ্চমাধ্যমিক রোল নাম্বার লিখে 56263 নাম্বারে পাঠাতে হবে।। আর যারা ওয়েব মাধ্যমে-দেখতে চান নিন্মলিখিত কিছু ওয়েবসাইটের লিংকগুলি দ্বারা জানতে পারেন।
wbchse.nic.in
examresults.net
indiaresults.com
wbresults.nic.in
No comments:
Post a comment