গরমে হাঁসফাঁস রাজ্যবাসী। কিন্তু এর থেকে নিস্তার নেই। আগামী দুদিন কলকাতা সহ আরও সাত জেলায় প্রবল তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতাসহ হাওড়া ,হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, ২ চব্বিশ পরগনা ও ২ মেদিনীপুর জেলায় বৃষ্টির কোন সম্ভাবনাই নেই। স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রী বেশি তাপমাত্রা থাকবে এ দুদিন। তবে রবিবার বজ্রবিদ্যুৎ সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কলকাতা আবহাওয়া দপ্তর।
গরমে কি কি করবেন আর কি কি করবেন না বলছেন চিকিৎসকেরা:
*গরমে বেশি করে জল খেতে হবে।*রাস্তায় বের হলে নাক মুখ ঢেকে বের হতে হবে।
*রাস্তার কাটা ফল খাবেন না।
* রাস্তায় রঙিন পানীও খাবেন না।
No comments:
Post a Comment