সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। গ্রেফতার আটকাতে এতদিন আইনি রক্ষাকবচ পারছিলেন। শুক্রবার চিট ফান্ড মামলার রায়ে তা তুলে দিল সুপ্রিম কোর্ট।
চিট ফান্ড মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে চিটফান্ডের নথি নষ্ট করার অভিযোগ এনেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বহুদিন ধরে বলে আসছে।তারা রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। সেই গ্রেপ্তারি বিরুদ্ধে এতদিন রক্ষাকবচ ছিল সুপ্রিম কোর্টে।এখন তার থাকলো না। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নিয়ে আইনি সহায়তা নেওয়ার জন্য রাজীব কুমার সাতদিন সময় পাবে।
No comments:
Post a Comment