Trending

Wednesday, 8 May 2019

ক্রিকেট তারকার মৃত্যুতে শোকাহত ক্রিকেট জগৎ।
গতকাল শেষ নিঃশাস ত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার সেমুর নার্স। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত অসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।  একজন ক্রিকেটার হিসাবে জীবনে শেষ টেস্টে সর্বোচ্চ রান করেন তিনি। নিউজিল্যানের বিরুদ্ধে ২৫৮ রান করেছিলেন তিনি। তার মৃত্যুর খবর জানিয়েছেন আর একজন ক্যারিবিয়ান ক্রিকেটার ডেসমন্ড হেনস। আজ সকালে সোশাল নেটওয়ার্কিং সাইটে যিনি জানিয়েছেন ," আমার কোচ আমার মেন্টর ছিলেন তিনি।  বার্বেডোজের হোল্ডারস হিল এলকায় সবার প্রিয় ছিলেন সেমুর নার্স। ছোটবেলা থেকেই আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করতাম।  তার মতন হাটতে , ব্যাট করতে এমনকি কথা বলতেও চেষ্টা করতাম। ১৯৬০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম আবির্ভাব এই সেমুর নার্সের। ১৯৬০-৬৯ সাল পর্যন্ত তিনি মোট ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন।  সেখানে তিনি মোট ২৫২৩ রান করেন।  যার মধ্যে রয়েছে ৬টি শতরান এবং ১০টি অর্ধশতরান।  এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে ১৪১টি ম্যাচে মোট ৯৪৮৯ রান করেন। এমতাবস্থায় তার গড় ছিল ৪৩.৯৩। 

No comments:

Post a Comment