প্রায় 78 দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। আজ ই উচ্চ শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল আগামী 27 শে মে ঘোষণা হবে। এই দিন সকাল 10 ঘটিকায় সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। চলতি বছরের 23 শে ফেব্রুয়ারি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল আর শেষ হয়েছিল ১৩ ই মার্চ। এই বছর 8 লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যার মধ্যে ছাত্র দের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। সকাল সাড়ে দশটার পর থেকে সমস্ত যে সকল ওয়েবসাইটে ফলাফল জানা যাবে ওয়েবসাইট গুলো হল wbchse.nic.in, we results.nic.in এবং wballresults.nic.in এর মাধ্যমে ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। এছাড়াও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। পরীক্ষার্থীকে (WB 12 roll number) লিখে 58888 অথবা 5676750 এই নাম্বারে পাঠাতে হবে। 2018 সালের 8 জুন প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফল।
No comments:
Post a comment