Trending

Monday, 20 May 2019

উপনির্বাচনে কি ভাবছে ভাটপাড়া!!
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বর্তমানে উল্লেখযোগ্য হটস্পট হলো ভাটপাড়া সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং এর কাছে উপনির্বাচন ছিলো কার্যত অ্যাসিড টেস্ট। অর্জুনের বিরুদ্ধে দাঁড়িয়েছে পোড়খাওয়া রাজনৈতিক মদন মিত্র। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কে পিছনে ফেলে আবার নিজেকে রাজ্য স্তরে মেলে ধরতে সংকল্পবদ্ধ মদন মিত্র।

ভাটপাড়া উপনির্বাচন ছিলো কার্যত শাসক দলের শক্তির পরীক্ষা। সকাল থেকে ভোট শান্তিপূর্ণ ভাবে এগোলেও সময় যতো গড়িয়েছে ততো অশান্তি ছড়িয়েছে। ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বুথে বুথে শাসক দলের কর্মীদের মারধোর করার অভিযোগ ও উঠেছে তাদের বিরুদ্ধে। এদিন মার খেতে হয় মদন মিত্রের সাথে থাকা কর্মীদের এছাড়াও বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এবার দেখার আগামী ২৩ তারিখ ব্যালট খোলার সাথে সাথে কার শক্তির জানান পাওয়া যায়। ভাটপাড়ার ভাগ্য কি হবে তা বলবে বন্ধ ব্যালট।

No comments:

Post a Comment