গত মঙ্গলবার , চেন্নাই সুপার কিংসকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারিয়ে পঞ্চম বার ফাইনালে মুম্বাই। ৬ উইকেটে জিতেছিল ২০১৭, ২০১৫, ২০১৩ সালের চ্যাম্পিয়ন। রাহুল চাহারের দুর্দান্ত বোলিংয়ে, স্কোর বাড়াতে পারেনি চেন্নাই সুপার কিংস এর দোল। এবং সূর্য কুমার যাদবের দুর্দান্ত অর্ধশতকে ১৮.৩ ওভারেই জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
অপর দিকে কোয়ালিফায়ার ২- তে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে সপ্তম বার ফাইনালে চেন্নাই সুপার কিংস। ধোনির-দল চেন্নাইও গত ১১ টি আইপিএল-এর ৩টি আইপিএল ট্রফি নিজেদের নামে করেছে। চেন্নাইয়ের শেন ওয়াটসন ৮১ রান করে মাত্র ১৮ ওভারে ম্যাচ জিতিয়ে চেন্নাই কে ফাইনালে নিশ্চিত করেন।
ক্ষমতা হিসাবে দুটি দলই সমান। একদিকে মুম্বাই কাছে আছে যেমন ইয়ং পাওয়ার , তেমনি চেন্নাইয়ের কাছে আছে এক্সপিরিয়েন্স পাওয়ার। ২০১৯ সালে আইপিএল-এ ৩ বার দেখা হয়েছে দুটি দলের। প্রত্যেক বার জয় হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সদের। কিন্তু চতুর্থবার , ফাইনাল ম্যাচে চেন্নাই ছেড়ে দেবেনা। ধোনির আর রোহিত দুজনই মরিয়া তাদের চতুর্থতম আইপিএল ট্রফি পেতে।
No comments:
Post a comment