এখনো অনিশ্চিত প্রিমিয়ার লীগ জয়ীর নাম:
২০১৮-১৯ মরসুমে ইউরোপের বড়ো লীগ গুলোর জয়ীর নাম নিশ্চিত কিন্তু প্রিমিয়ার লীগে তা এখনো অনিশ্চিত। কারণ ম্যান সিটি ও লিভারপুল তাদের লীগ জয়ের দৌড়ে কেউ পিছুপা হচ্ছেনা।যত ম্যাচ গড়াচ্ছে পয়েন্ট টেবিলে তাদের স্থান বারবার ওঠানামা করছে।
বর্তমানে ৩৬তম রাউন্ড শেষে ম্যান সিটির পয়েন্ট ৯২ ও লিভারপুলের পয়েন্ট ৯১। তবে তাদের দু দলেরই দুটো করে খেলা বাকি আছে। নিউক্যাসল ও ওয়েলভারহ্যামটন এর সাথে লিভারপুল এর খেলা বাকি। লেনচেস্টার সিটি ও ব্রিঙটোন এর সাথে ম্যান সিটির খেলা বাকি।
তবে এখনো বলা কঠিন কে জিতবে ২০১৮-১৯ এর প্রিমিয়ার লীগ। ম্যান সিটি কি তাদের খেতাব ধরে রাখতে পারবে নাকি লিভারপুল তাদের ট্রফির খাড়া কাটিয়ে তুলবে প্রিমিয়ার লীগের ট্রফিটি সেটাই এখন দেখার।
২০১৮-১৯ মরসুমে ইউরোপের বড়ো লীগ গুলোর জয়ীর নাম নিশ্চিত কিন্তু প্রিমিয়ার লীগে তা এখনো অনিশ্চিত। কারণ ম্যান সিটি ও লিভারপুল তাদের লীগ জয়ের দৌড়ে কেউ পিছুপা হচ্ছেনা।যত ম্যাচ গড়াচ্ছে পয়েন্ট টেবিলে তাদের স্থান বারবার ওঠানামা করছে।
বর্তমানে ৩৬তম রাউন্ড শেষে ম্যান সিটির পয়েন্ট ৯২ ও লিভারপুলের পয়েন্ট ৯১। তবে তাদের দু দলেরই দুটো করে খেলা বাকি আছে। নিউক্যাসল ও ওয়েলভারহ্যামটন এর সাথে লিভারপুল এর খেলা বাকি। লেনচেস্টার সিটি ও ব্রিঙটোন এর সাথে ম্যান সিটির খেলা বাকি।
তবে এখনো বলা কঠিন কে জিতবে ২০১৮-১৯ এর প্রিমিয়ার লীগ। ম্যান সিটি কি তাদের খেতাব ধরে রাখতে পারবে নাকি লিভারপুল তাদের ট্রফির খাড়া কাটিয়ে তুলবে প্রিমিয়ার লীগের ট্রফিটি সেটাই এখন দেখার।
No comments:
Post a Comment