শুধু নাম নয় , কামেও পরিবর্তন হয়েছে দিল্লির। বিগত ২০১২ সালের পর ২০১৯-এ প্লে অফে পৌচেছে দিল্লি। এই বছরই প্রথম বার প্লেঅফেও জিতেছে। গত বুধবার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে কোয়ালিফায়ার ২-তে স্থান করেনিয়েছে। গত ম্যাচে পৃথিবী শাহ্ সর্বোচ্চ রান করে দিল্লিকে জিতিয়েছে।
আর চেন্নাই সুপার কিংস-এর তো কোনো জবাব নেই। বিগত ১২টি আইপিএল-এ ১০ বার অংশগ্রহণ করেছে চেন্নাই এবং প্রত্যেক বারই প্লেঅফ খেলেছে। যার মধ্যে ৩টি আইপিএল ট্রফি তাদের নামে। কিন্তু চেন্নাই কঠিন প্রতিপক্ষ হলেও পর পর দুবার একই মাঠে একই টীম মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরেছে এবছর ।
আইপিএল-এর রেকর্ড অনুযায়ী চেন্নাই সুপার কিংস-এর পাল্লা ভারী। দিল্লি ক্যাপিটালসও এবছর কিছু কম যাচ্ছেনা। সমান পয়েন্ট(১৮ পয়েন্ট) নিয়ে দুটি দল এইবছর লীগের খেলা শেষ করেছে। শুধু নেট রান রেট এর কারণে চেন্নাই আগে ছিল। কাজেই প্রায় সমান ক্ষমতা সম্পন্ন এইদুটি দলের খেলাটাও হবে হাড্ডাহাড্ডি। দিল্লির ব্যাটিং অর্ডার এখন পর্যন্ত খুব সুনাম পেলেও, চেন্নাইয়ের এক্সপেরিয়েন্স শ্রেয়াস আইয়ারদের বিপদে ফেলতে পারে।
No comments:
Post a Comment