পুরুলিয়ায় বলরামপুরের, মহিলা ভোটারদের মারধর , অভিযোগে ক্ষমা চাইল ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনার সূত্রপাত হয় , ভোটাদের লাইনে দাঁড়ানো নিয়ে। এরপরই শুরু হয় মহাবিক্ষপ , উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। বলরামপুরের মিশিরডি স্কুলে ঘটে এই ঘটনা।
এরপরই উঠে আসে মহিলাদের প্রতি মারধরে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে অভিযোগ ওঠে সেনাবাহিনীর উপর। পরে ক্ষমতা চাইতে বাধ্য হয় সেনাবাহিনীর দল। এই ঘটনার ফলেই বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ পক্রিয়া। পরে সেনাবাহিনী জানায় যে , পরিস্থিতি সামাল দিতেই লাঠি চার্জ করতে বাধ্য হয় তারা। এইভাবে মহিলাদের প্রতি মারধর করা কি উচিত হয়েছে সেনাবাহিনীর ? - আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান।
মহিলা ভোটারদের মারধর সেনাবাহিনীর দ্বারা।
মহিলা ভোটারদের মারধর সেনাবাহিনীর দ্বারা।
No comments:
Post a Comment