Trending

Monday, 24 June 2019

ভয়াবহ বিস্ফোরণ পাক সেনা হাসপাতালেফের বিস্ফোরণে কেঁপে উঠল রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতাল। এই বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের হতাহতের খবর পাওয়া গিয়েছে।তাদের এমারজেন্সি বাের্ডে ভরতি করা হয়েছ ৷ তবে ঠিক কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা স্পষ্ট নয় ।কোয়াটার এক মানবধিকার কর্মী আহসান উল্লাহ ও মিয়াখইলের অভিযােগ , এই ঘটনা প্রকাশ্যে সংবাদ মাধ্যম আনুকতা চাইছে না সেনা। শুধু তাই নয় , আহসানের দাবি , জইশ - ই - মহম্মদ প্রধান মাসুদ আজহার এই হাসপাতালে ভরতি যেখানে বিস্ফোরণটি ঘটেছে ।আর এই ঘটনা সংবাদ মাধ্যমকে প্রকাশ করতে বাধা দিচ্ছে সেনা , এমনই দাবি আহসানের ।

কেন এই ধরণের একটা ঘটনা ঘটল , কোনও ধরণের হামলা কি না , হমলা হলে পিছনে কার হাত রয়েছে , উঠে আসছে বিভিন্ন প্রশ্ন ।এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল বিবৃতি জানা যায়নি এ বিষয়ে। 

No comments:

Post a Comment