Trending

Wednesday, 5 June 2019

বিয়ের আগেই নৌকা ভ্রমনে হবু স্বামী স্ত্রীবর্তমানে বলিউডের অত্যন্ত আলোচিত ও প্রতিক্ষীত সিনেমা বল ব্রম্ভাস্ত্র। এই সিনেমার অভিনয়ের সুবাদে রানবির কাপুর ও আলিয়া ভাট একে অপরের সাথে মন দেওয়া-নেওয়া করছেন। তাই বলা যেতে পারে সিনেমাটি তাদের জন্য স্পেশাল।

এটি অয়ন মুখার্জি প্রচলিত ত্রয়ী সিনেমার প্রথম পর্ব। বেশ কিছুদিন আগে বুলগেরিয়ায় ব্রম্ভাস্ত্র শুটিং হয়েছে। এরপর মুম্বাইয়ের পাট চুকিয়ে বর্তমানে সিনেমাটির শুটিং চলছে বারাণসীতে। নৌকায় শুটিং করতে হয়েছে রানবির ও আলিয়ার। নৌকায় করে তাদের শুটিংয়ের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রম্ভাস্ত্র তে রানবির আলিয়া পাশাপাশি অভিনয় করছেন আক্কিনেনি নাগার্জুনা, মৌনি রয় ,ডিম্পল কাপাডিয়া প্রমূখ।২০২০ সালে গ্রীস্মে  সিনেমাটি মুক্তি পাবে। 

No comments:

Post a Comment