খুবই খারাপ সময় যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল ও তাদের সমর্থকদের জন্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অনেক সংঘর্ষ করে গ্রূপস্টেজ টপকে ছিল মেসিবাহিনী। কিন্তু প্রথম নকআউট রাউন্ডেই ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেন আর্জেন্টিনা। সেই সময় আর্জেন্টিনা দলের কোচ ছিলেন সাওপাওলি, তাকে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই তার পদ থেকে বরখাস্ত করেন আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন।
২০১৯ কোপা আমেরিকার প্রস্তুতি নেওয়ার জন্য স্কোলানিকে কোচের দায়িত্ব দেওয়া হয়। তবে তাও ভালো সময় আসেনি আর্জেন্টিনা বাহিনীর। কোপা আমেরিকা শুরুর গ্রূপস্টেজের প্রথম ম্যাচেই কলম্বিয়ার কাছে ০-২ গোলে হেরেছে। তারপর দ্বিতীয় ম্যাচ ছিল প্যারাগুয়ের সাথে। ভারতীয় সময় বৃহস্পতিবার সকল ৬টার সময় খেলা শুরুহলে। আর্জেন্টিনার সমর্থকেরা বসেছিলেন টিভির সামনে। আর্জেন্টিনার জয় দেখার জন্য। কিন্তু শেষ রক্ষা আর হয়নি মেসিবাহিনীর ৯০ মিনিট শেষে ফলাফল ১-১ ড্র করে সমর্থকদের মন খারাপ করেন তারা। আর্জেন্টিনার কোচ স্কোলানি জানান, "পরের রাউন্ডে যাওয়ার আসা এখনো বেঁচে আছে আর্জেন্টিনা দলের।"
No comments:
Post a comment