এমনিতেই ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের পথে তার মধ্যে মুম্বাই আহমেদাবাদ শাখায় প্রস্তাবিত বুলেট ট্রেনের জন্য ম্যানগ্রোভ গাছ ক্ষতিগ্রস্ত হবে । প্রায় ১৩ . ৩৬ হেক্টর এলাকা জুড়ে এই ম্যানগ্রোভ গাছগুলাে ছড়িয়ে রয়েছে । মহারাষ্ট্র বিধানসভায় আজ একথা জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী দিবাকর রাওটে । তবে ম্যানগ্রোভ বাঁচানোর জন্য কোটি কোটি টাকার এই বুলেট ট্রেনের পরিকল্পনা বাতিল করছে না বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকার । একটি গাছ কাটা হলে তার পরিবর্তে পাঁচটি গাছ লাগানাের পরিকল্পনা নিয়েছে সরকার ।
নভি মুম্বাইয়ের এলাকাগুলােতে বন্যার কোনাে আশঙ্কা নেই।প্রকল্পের পিলারগুলাে অনেক উঁচু হবে ।পরিবেশের বিশেষ কোনাে ক্ষতি হবে না এতে ।" কংগ্রেসের MLC শরদ রানপাইস জানান " মুম্বাই - আহমেদাবাদ প্রকল্পের জন্য মােট ১ ,৩৭৯ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে ।এর মধ্যে ৭২৪ .১৩ হেক্টর ব্যক্তিগত মালিকানাধীন জমি গুজরাটের এবং ২৭০ .৬৫ হেক্টর ব্যক্তিগত মালিকানাধীন জমি মহারাষ্ট্রের ।এর মধ্যে কেবল পালঘর জেলাতেই রয়েছে ১৮৮ হেক্টর জমি ।এই জেলার প্রায় ৩,৪৯৮ জন মানুষের ওপর এই বুলেট ট্রেনের প্রভাব পড়বে ।"
No comments:
Post a comment