বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হাওড়ার জগন্নাথ ঘাট সংলগ্ন গোডাউন। শুক্রবার মাঝরাতে এই রাসায়নিক গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলে কুড়িটি ইঞ্জিন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাশের ঝুপড়ি থেকে ওই গোডাউনে আগুন লেগে যায়। ইনলান্ড ট্রানস্পর্ট নামে এক কম্পানি ওই গোডাউন ভাড়া নিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত তিনটের সময়ে গোডাউনে আগুন লাগে। তবে রাতে গোডাউনে কেউ ছিলনা।
দমকল সূত্রে খবর, আগুন উৎসের কাছাকাছি তারা পৌঁছাতে পেরেছে।ভোর থেকে ঘটনাস্থলে রয়েছে দমকল মন্ত্রী সুজিত বসু। রয়েছেন দমকলের ডিজিও জগমোহন।
আগুনের তাপে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। ভবনটি নিচের তলায় একটি নামি বহুজাতিক কোম্পানির গোডাউন রয়েছে। জানা গিয়েছে গোডাউনটিতে জলের কোন রিজার্ভার ছিল না। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন। তবে একদিকে আগুন নেভানো হলেও অন্যদিকে ফের আগুন লেগে যায়। গোডাউনটিতে অসংখ্য রাসায়নিক মজুদ করার জন্য দ্রুত আগুন ছড়িয়েছে। গোডাউনটিতে উপযুক্ত আগুন নেভানোর ব্যবস্থা ছিল না বলে অনুমান।
No comments:
Post a comment