'আমাদের পায়ের তলা থেকে জমি সরে গেছে তাই এই ফল হয়েছে' এমনই স্বীকারোক্তি করেছেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী।ঘাটালের টাউনহলে ভােট পরবর্তী পরিস্থিতি নিয়ে দলীয় কর্মীদের সভাতে দেব বলেন , আমরা নিজেরা ভেবেছিলাম সাত আট বছর ক্ষমতায় আছি এমনিতেই জনতা আমাদের ভােট দেবে।দুই তিন লাখ ভােটে জিতবাে। কিন্তু তা হয়নি।কোথাও মানুষের সাথে জনবিছিন্নতা হয়েছিল তাই দলের কর্মীরাও মুখ ফিরিয়ে নিয়ে ভােট দেয়নি । বাড়ি বাড়ি প্রচার করা হয়নি তার মাসুল হাতে নাতে পেয়েছে দল । এই ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে ঘরে বসে দল হয় না। যার ফলে পায়ের তলা থেকে মাটি সরে গেছে।
সবাইকে নিয়ে দল করতে হবে।পুরনাে কর্মীদের নিয়ে কাজ করতে হবে । একা কেউ দল চালাতে পারে না । সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে । ২০১১ সালে ক্ষমতায় আসার আগে যে ভাবে দলের জন্য কাজ করেছেন সেভাবে সংগঠনের কাজ করতে হবে বলে জানান দেব।
No comments:
Post a comment