কখনও আগুন তাে কখনও যান্ত্রিক গােলযােগ, দীর্ঘ প্রচেষ্টায় মেট্রোয় বন্ধ হয়েছিল আত্মহত্যা প্রবণতা। দীর্ঘদিন পর ফের একবার সেই হয়রানি ফিরল কলকাতা মেট্রোয়। ফের সেই রবীন্দ্র সদন স্টেশনে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঘটনার জেরে ব্যাপক ভােগান্তির শিকার হতে হল নিত্যযাত্রিদের।
মঙ্গলবার সময় তখন বিকেল সাড়ে ৫ টা। অন্যান্য দিনের মতাে অফিস ফেরত যাত্রীদের বাদুড়ঝােলা ভিড় মেট্রোতে। হঠাৎ সকলকে অবাক করে থমকে গেল মেট্রো পরিষেবা। জানা যায়, রবীন্দ্র সরােবর স্টেশনের ডাউন লাইনে কবি সুভাষ গামী ট্রেনের সামনে ঝাঁপ মারেন এক ব্যক্তি। তাকে বাঁচাতে পিছিয়ে নিয়ে যাওয়া হয় ট্রেন। দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনার পর ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। মেট্রোর তরফে জানানাে হয়েছে , দ্রুত গােটা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। তবে এই ঘটনার পর চাদঁনীচক থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ ছিল মেট্রো পরিষেবা।
No comments:
Post a comment