বিয়ার খেলে ঠিক হয়ে যাবে রোগ। হ্যাঁ এটাই সত্যি! এমনই বলছে গবেষকরা।ব্যথা দূর করার জন্য আমরা সকলেই পেইন কিলার ব্যাবহার করে থাকি।আর এই পেইন কিলারের বদলে বিয়ার ব্যবহার করলে তাড়াতাড়ি কমে যাবে ব্যাথা।প্রায় ৪০০ জনকে নিয়ে ১৮টি গবেষণা চালিয়েছেন গবেষকেরা।আর সেখানেই দেখা গিয়েছে যারা ব্যথা কমানাের জন্য দুই প্যাক বিয়ার পান করেছেন তাদের ব্যথা দ্রুত কমে যায়। গবেষকরা জানিয়েছেন, পরিমাণ বেশি অ্যালকোহল মানুষের শরীরের ব্যথার তীব্রতা কমায়।
যদিও এতে শরীরের অনেক বাড়তি প্রভাব পড়ে । তাদের দাবি , অ্যালকোহল অত্যন্ত কার্যকরী পেইনকিলার । প্যারাসিটামলের থেকেও এটি কাজ করে বেশি । তাই , পেইনকিলার খাওয়ার চাইতে বিয়ার খেয়ে দেখতে পারেন।তবে অবশ্যই শরীরে কোনো অসুবিধা হওয়ার আগে চিকিত্সকের পরামর্শ নিন।
No comments:
Post a comment