Trending

Tuesday, 18 June 2019

বিশ্বকাপের মাঝেই বড়ো ধাক্কা ইংল্যান্ডের!!


বিশ্বকাপ জয়ের মিশনে ইংল্যান্ড যখন দুর্দান্তভাবে এগিয়ে চলেছে ঠিক এই সময়ে দলের গুরুত্বপূর্ণ দুই প্লেয়ারের ইঞ্জুরি দলের জন্য অবশ্যই দুঃসংবাদ। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বা হাতে চোট পান তিনি। পরে লন্ডনে এমআরাআই স্ক্যান করালে তার হ্যামস্ট্রিং ইঞ্জুরির বিষয়টি নিশ্চিত হয়। বাম হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে বিশ্বকাপের আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না ইংলিশ ওপেনার জেসন রয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই খবর নিশ্চিত করেছে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরিতে পড়া ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগানকে মঙ্গলবারের ম্যাচের আগে আবারো পর্যবেক্ষণ করা হবে। ধারণা করা হচ্ছে ইনজুরি কাটিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামতে পারবেন মরগান। এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার বিশ্বকাপের ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। শনিবার লন্ডনে তার এমআরআই করা হয়েছে। স্ক্যান রিপোর্টে তার হ্যামস্ট্রিংয়ে যে ধরনের চোট ধরা পড়েঠে তাতে এই সপ্তাহটা অন্তত বিশ্রামে থাকতে হবে। যে কারণে ১৮ ও ২২ জুন পরবর্তী দুটি ম্যাচে তাকে দলে পাচ্ছেনা ইংল্যান্ড। 

No comments:

Post a Comment