৩৫৩ রান তাড়া করতে নেমে যেভাবে শুরু করা উচিত ছিল তা কিছুটা হলেও করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু রান তোলার ক্ষেত্রে উইকেট ধরে রাখার যে ধারাবাহিকতা দেখানোর দরকার ছিল তা অস্ট্রেলিয়া দেখাতে পারল না।ফলে ভারতের মাপা বোলিংয়ের সামনে ক্রমশ রান রেট চড়েছে।যা চাপ বাড়াতে থেকেছে অসিদের ওপর।এদিকে বড় রান তোলার জন্য ঝুঁকির শট নিতেই হয়েছে ব্যাটসম্যানদের।আর তাতেই উইকেট পড়েছে একের পর এক। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ জিতলো বিরাটরা। অন্যদিকে এবারের বিশ্বকাপে এই প্রথম হারের মুখ দেখল অস্ট্রেলিয়া।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ব্যাট করতে নেমে কিছুটা ধীরে শুরু করেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ধীরে শুরু আসলে ব্যাটসম্যানকে সেট করে দেয়। প্রথম ১০ ওভারে তেমন বিশাল রান না উঠলেও তারপর থেকে ক্রমশ হাত খোলেন দুজনে। শিখর অবশ্য শুরু থেকে বল পিছু রানের পথে ছিলেন। কিন্তু রোহিত অনেক ডট বল দিয়ে ফেলেন।তবে রোহিত যেভাবে ব্যাট করেন তা ওই ডট বলের দুঃখ ভুলিয়ে দেয়।
রোহিত যখন ৫৭ রান করে ফেরেন তখন ভারতের স্কোর ১২৭।ওপেনিং জুটি একদম ঠিকঠাক একটা সূত্রপাত দিয়ে যায়। এরপর শিখর ধাওয়ান বিধ্বংসী চেহারা নেন।রোহিত শর্মা ব্যক্তিগত ২ রানের মাথায় ক্যাচ দিয়েছিলেন। যা ফস্কায় অসিরা। তার মাসুল তাদের দিতে হয়েছে।কিন্তু শিখরের এদিনের শতরানের ইনিংস খুব গুরুত্বপূর্ণ ছিল।১১৭ রান করে ফেরেন শিখর। ভারতের রান তখন ২২০। শিখরের পরে একটা ঝোড়ো ইনিংস খেলে ফেরেন হার্দিক। ২৭ বল খেলে ৪৮ রান করেন তিনি। ভারত পৌঁছে যায় ৩০০-র ঘরে। এরপর বিরাটের সঙ্গে জুটি বাঁধেন ধোনি। খেলেন মাত্র ১৪টি বল। ১৪ বলে ২৭ রান করেন তিনি। বিরাট কোহলি আউট হন খেলা শেষ হওয়ার আগের বলে। তিনি করেন ৮২ রান। কে এল রাহুল অপরাজিত থেকে করেন ১১ রান।ভারত ইনিংস শেষ করে ৩৫২ রান করে।
এদিন রানের টার্গেট অসিদের জন্য সহজ ছিল না।কোনও দলের পক্ষে প্রথমে ব্যাট করে ৩৫৩ তোলা যতটা সহজ, সেই রান তাড়া করা অতটা সোজা নয়।
কিন্তু ক্যারি দারুণ ব্যাট করেন। তিনি একদিক থেকে রান তুলতে থাকলেও অন্যদিক থেকে অসিদের উইকেট পতন অব্যাহত ছিল। নাথান কুল্টারনাইল ফেরেন ৪ রান করে। কামিন্স ফেরেন ৮ রান করে।৩ রানে আউট হন স্টার্ক। এরপর ক্যারির লড়াইয়েও কোনও কাজ হয়নি। ম্যাচের শেষ বলে অসিদের শেষ উইকেটটিও পড়ে যায়। কেবল ৫৫ রান করে অপরাজিত থাকেন ক্যারি। ভারত জেতে ৩৬ রানে। ম্যাচের সেরা হন শিখর ধাওয়ান। বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলে ২টিতেই জয়ী হয়েছে।তাদের পরের খেলা নিউজিল্যান্ডের সাথে বৃহস্পতিবার।
No comments:
Post a comment