পর পর বারোটি নমুনা পরীক্ষায় ফেল করলো কলকাতা পানীয় জল। যাদবপুর, বাঘাযতীন, রামগড় এলাকায় জলের নমুনা পরীক্ষা করে মিলেছে জন্ডিসের জীবাণু।১২ টি পরীক্ষায় এক ধরনের কনফ্লুয়েন্ট পাওয়া গেছে। এই নিয়ে পুরসভায় একটি বিশেষ বৈঠক ডাকা হয়। এদিন মেয়র ফিরহাদ হাকিম কলকাতার বস্তি এলাকার উন্নয়ন নিয়ে একটি বৈঠক করেন। বস্তির কোন ড্রেন যাতে খোলা না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। প্রয়োজনে বস্তিতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে বলে পুরসভা সূত্রে খবর।বস্তির মধ্যে জায়গা থাকলে সেখানেই পাম্প বসিয়ে ওভারহেড ট্যাংক তৈরি করতে হবে। সেই জল বস্তিতে আগুন লাগলে বা বিপদের সময় ব্যবহার করা যাবে।
এদিন যে সকল এলাকা থেকে জল এসে জীবাণু মিলেছে সেই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলে জলের লাইনে কোন সমস্যা নেই। যারা জারের জল কিনে খান সমস্যা সেখানেই। তবে রিপোর্ট বলছে কলের জল এবং জোয়ারের জল দুটোতেই জীবাণু মিলেছে। পুরসভা সূত্রে খবর ১২ টি পরীক্ষার মধ্যে ১২ টি প্রক্রিয়াতেই কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে ।এ কলিফর্ম ব্যাকটেরিয়া হলো জন্ডিসের বাহক।
No comments:
Post a Comment