আবার আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ২ জুলাই হবে। ২০১৭ সালের পর চলতি বছরের 2 জুলাই সূর্যের পূর্ণগ্রাস ঢাকতে চলেছে আকাশ।যদিও তা ভারতের আকাশে দেখা যাবে না। আংশিক সূর্য গ্রহন শুরু হবে ভারতীয় সময় ১০:২৫ মিনিট নাগাদ। যখন সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী চন্দ্র আসে,তখন পৃথিবীর উপর সূর্যের আগমনের আলো স্থগিত হয়। এই হলো সূর্য গ্রহন এর কাহিনী। ২ জুলাই এই সূর্য গ্রহন চার ঘন্টা 33 সেকেন্ড পর্যন্ত চলবে।
ন্যাশনাল এ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) নিশ্চিত করেছে যে ২ জুলাই সূর্য গ্রহন নিউজিল্যান্ড উপকূল বরাবর শুরু করে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, চিলি এবং আর্জেন্টিনা অংশে পৌঁছাবে। তার দৃশ্যমানতা আপনার জায়গায় নির্ভর করবে। আর্জেন্টিনার কে সেন জাওয়ানের লোকেরা এই দৃশ্যটি ৩৬ সেকেন্ড পর্যন্ত দেখতে পাবে। যদিও চিলির লা সিলা এই দৃশ্যটি ১ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে। যদি আপনি এই বছরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ না দেখতে পান তবে ১৪ ডিসেম্বর, ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
No comments:
Post a Comment