Trending

Sunday, 9 June 2019

সিগারেটের কারণে বিয়ে ভাঙ্গলআধুনিক হচ্ছে সমাজ।কি ছেলে কি মেয়ে সবাই আজ নিজের খাপখোলস খুলে নিজেকে মর্ডান করতে ব্যস্ত।এই ব্যস্ততার মধ্যে কি হারিয়ে যাচ্ছে কোথাও মূল্যবোধ? একজন মেয়ে শিক্ষিত হওয়া মানেই কি যাবতীয় আদব কায়দা রুচিশীলতাকে নষ্ট করা? হয়ত তাই! আর এই আধুনিকা হতে গিয়ে যেন ধূমপান করাটাও আবশ্যিক হয়ে দাঁড়ায় ।তাই ক্লাস সিক্সে পড়া ছেলেও সিগারেট টানে পিছিয়ে নেই মেয়েরাও। কলেজ জীবন থেকেই চলছিল নেশা সিগারেটের কিন্তু সেই নেশার কারণেই যে ভেঙে যাবে বিয়ে তা কে জানত? এমনটাই ঘটেছে আরামবাগের এক তরুণীর ক্ষেত্রে।

বরপক্ষের দাবি ছিল মেয়ে যেন ঘরোয়া সাধারণ হয়। আর সে নিয়ে বরপক্ষকে আশ্বস্ত করেছিলেন মেয়ের বাবা। কিন্তু বিয়ের দিনই মেয়েকে বরপক্ষের একজন সিগারেট খেতে দেখে নেওয়াতে বিয়েই ভেস্তে গেল তরুণীর। বর সহ ছেলের বাড়ির সকলেই সেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। কনের বাবা শত অনুরোধেও সেই বিয়েতে আর হ্যাঁ করলেন না বর। 

No comments:

Post a Comment