
বেশ কয়েক বছর বাংলা ছবির দর্শক নতুন করে আর দেখতে পাননি তাকে। বলা যেতে পারে বাংলা ছবির জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রায়। কিন্তু সুখবর এটাই কিছুদিনের মধ্যে আবার নতুন রূপে বাংলা ছবি পেতে চলেছে মিঠুন চক্রবর্তী কে।
ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে বাংলা ছবির জগতে। আবার মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। তবে আনন্দের সংবাদ এটাই পরিচালক মানুষ মুকুল পালের হাত ধরে আবারো বাংলা ছবিতে ফিরে আসছেন মিঠুন চক্রবর্তী।
স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের বায়োপিকে কাজ করতে দেখা যাবে তাকে। স্ক্রিপ্ট শুনে তিনি উচ্ছ্বসিত বলে জানা গেছে। তবে তিনি জানিয়েছেন শুটিং ফ্লোরে যেন বেশি লোকজনের ভিড় না থাকে। কথাবার্তা সবই পাকা হয়ে গেছে ।এখন শুধু দেখার অপেক্ষা ছবির কাজ কবে শুরু হয়। কারণ এই ছবির হাত ধরেই বাংলা ছবির দর্শক অনেক বছর বাদে আবার তাদের প্রিয় অভিনেতা কে কাছে পেতে চলেছেন।
No comments:
Post a Comment