এরই মধ্যে ওড়িশা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর । ওডিশার ছটি জেলায় আঙ্গুল , ঢেঙ্কানল , জাজপুর , কেন্দাপাড়া , বালাসাের ও ভদ্রকে এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবারই ফের কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ । মঙ্গলবার ভােরের দিকে ভারতের কেন্দ্রশাসিত ওই এলাকায় কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৪ . ৯ । স্থানীয়দের মতে সময়টি ছিল ভাের ৩ টে বেজে ৪৯ মিনিট । এই মাসের প্রথম দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে গুজরাত । গুজরাতের উত্তর দিকে এই ভূমিকম্প অনুভূত হয় । রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ . ৩ । গুজরাতের পালানপুরের কাছেই এই কম্পনের উৎসস্থল । পালানপুর থেকে ৩১ কিলােমিটার দূরে কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ৩ . ১ কিলােমিটার।
No comments:
Post a comment