Trending

Wednesday, 12 June 2019

বৃষ্টির জেরে স্থগিত একাধিক ম্যাচবিশ্বকাপের ইতিহাসে এই প্রথম সর্বাধিক সংখ্যক ম্যাচ বাতিল হয়েছে। এর আগে 1979,1996,1999 আর 2011 তে একটি করে ম্যাচ বাতিল হয়েছিল। 1992 ও 2003 সালে দুটি ম্যাচ বাতিল হয়েছিল বিশ্বকাপে। এখনো পর্যন্ত বিশ্বকাপের মাত্র 16 তম ম্যাচের মধ্যে এই তিনটে ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। এদিকে এখনো বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই পড়ে রয়েছে। মনে করা হচ্ছে এবছর বিশ্বকাপে রেকর্ড সংখ্যক ম্যাচ বাতিল হতে চলেছে। গত সোমবার দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু হলেও সেটি বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। ঠিক তার পরের দিনই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচও বাতিল হয়ে যায়। শুধু তাই নয় আজ অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড এর ম্যাচেও বৃষ্টি ভ্রূকুটি নাড়া দিতে পারে বলে জানিয়েছে। বিশ্বকাপের প্রতিটা ম্যাচে গুরুত্বপূর্ণ প্রতিটি দলের কাছে।।সমস্ত প্লেয়ার ঠিক এই দিনের জন্যই অপেক্ষা করে যে বিশ্বকাপ কবে তারা হাতে তুলবেন। এইভাবে একের পর এক বৃষ্টির জেরে স্বাভাবিকভাবে খেলোয়াড়দের মনোবলের ক্ষতি করছে। তবে 16 তারিখ অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। 

No comments:

Post a Comment