Trending

Thursday, 6 June 2019

মুম্বাই,বাংলাদেশ,ফ্লোডিয়া চলে যাবে জলের নিচেমাত্র ৩১ বছর। ২০৫০ সালের মধ্যে সারা পৃথিবী জুড়ে ব্যাপক জলবায়ু পরিবর্তন আসন্ন। মেলবোর্ন এর আবহাওয়া পরিবর্তন বিষয়ক সেন্টার (বিএনসিসিআই) একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছেন, পৃথিবীর আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছে। আগামী ৩১ বছরে তা অনেকটাই পাল্টে যাবে। পৃথিবীর অসংখ্য শহরে বছরের ২১ দিন এমন তাপপ্রবাহ চলবে যে শহর প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থা হবে। মানুষের সহ্যের সীমা অতিক্রম করে যে এই তীব্র তাপপ্রবাহ। সেই কয়েকদিন সমস্ত কাজকর্ম বন্ধ করে দিতেই হবে উল্টে অসংখ্য মানুষ গৃহহীন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, জলস্তরের নামারকম পরিবর্তন দেখা যেতে পারে।

পৃথিবীর এমন কয়েকটি শহর যেগুলি সৈকতের খুব কাছে অবস্থিত সেগুলি চলে যেতে পারে জলের তলায়। সৈকত শহরে সেই তালিকার মধ্যে রয়েছে মুম্বাই। এছাড়াও সেই তালিকায় রয়েছে হংকং, হো চি মিন সিটি, ব্যাংকক , মানীলার মত শহর। রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, আগামী ৩১ বছরে যদি পৃথিবীর গড় তাপমাত্রা ৩ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পায় , তাহলে দুই মেরুর বিপুল পরিমাণ বরফ গলে যাবে। ফলে ফ্লোডিয়া ও বাংলাদেশের একটা বড় অংশ জলের নিচে চলে যাবে। 

No comments:

Post a Comment