Trending

Tuesday, 4 June 2019

নতুন বিদ্যুৎ বন্টনরাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা নতুন বিদ্যুৎ বন্টন এর সঙ্গে সঙ্গে তাদের পরিষেবার মান যথেষ্ট ভালো করেছে।দক্ষিণ ২৪ পরগনার বিদ্যুৎ বন্টন জেলার সূত্রে খবর শুধুমাত্র স্থলভূমি নয় সমুদ্র সংলগ্ন দ্বীপগুলিতে ও পৌঁছে গিয়েছে বিদ্যুৎ বন্টন পরিষেবা। গত আগস্ট থেকে মে মাস পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার নতুন সংযোগ দেওয়া হয়েছে। এদের মধ্যে আছে সুন্দরবনের ক্যানিং এলাকার বিভিন্ন দ্বীপ আবার পাথরপ্রতিমা অঞ্চলের বিভিন্ন জনবিচ্ছিন্ন দীপ ও বিদ্যুৎ-বন্দর সংস্থার আওতায় চলে এসেছে।

এই পরিষেবার আওতায় রয়েছে ক্যানিং মহাকুমার কুমির মোরা, মোল্লাখালি, সাতজেলিয়া ইত্যাদি। আবার জনবিচ্ছিন্ন মৌসুমী দ্বীপ এ  পৌঁছে গিয়েছে গ্রিডের বিদ্যুৎ। ৪৪ টি থানা পাঁচটি মহাকুমা, ৩৩২ টি গ্রাম পঞ্চায়েত ১৯৭২ টি গ্রাম রয়েছে এই জেলায়। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এই বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে। আবার বিদ্যুতের লো ভোল্টেজ ও ব্রেকডাউন কমানোর জন্য ৩৩ কিলো ওয়াট এর চাকরি পাওয়ার স্টেশন, 11 কেভির  30 টি লাইন বসানো হয়েছে। এছাড়াও ১৩৬ টি পাওয়ার ট্রান্সফার, ১৫০৭২ টি ডিস্ট্রিবিউট ট্রান্সফর্মার নতুন ভাবে বসানো হয়েছে। 

No comments:

Post a Comment