বিগত কয়েকদিন ধরেই নেইমারের প্যারিস ছাড়ার খবর উঠে আসছিলো। তার জন্য অনেক বড়ো বড়ো ক্লাবগুলি আগ্রহও দেখছিলো নেইমারের ওপর। দুদিন আগে প্যারিস তাদের সবচাইতে দামী খেলোয়াড়এর পরিবর্তে ৩০০ মিলিয়ন ইউরোর দাবি করেন।
রিয়েল মাদ্রিদ তাদের দলকে ভালো করার জন্য ও শক্তিশালী করার জন্য নেইমারকে কেনার প্রস্তাব জানান প্যারিস সেন্ট জাৰ্মানকে। তবে তা ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নয়। তা হলো ১৩০ মিলিয়ন ইউরো আর গ্যারেথ বেল অথবা জেমস রডরিগেজ এর প্রস্তাব। এদিকে ইতিমধ্যে ৩০০ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছেন জিদানের রিয়েল মাদ্রিদ। বার্সাও তাদের প্রাক্তন তারকাকে দোলে আনার জন্য আগ্রহী ছিল কিন্তু রিয়েল তাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এক পদ এগিয়ে রাখলেন নিজেদের।
No comments:
Post a Comment