কয়েকদিন তীব্র তাপদাহ চলার পর অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। দুই ২৪ পরগনা হাওড়া এবং নদিয়ায় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এখনই পাকাপাকিভাবে বর্ষা ঢুকছে না শহরে। তাই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও তীব্র গরমের হাত থেকে এখনই রেহাই পাচ্ছেনা শহরবাসী ।আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এটাই খবর পাওয়া গেছে।
শুক্রবার কলকাতা তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি তীব্র দাবদাহে চলেছে ডায়মন্ড হারবার, দিঘা, মেদিনীপুর, বর্ধমান ,আসানসোল ,বাঁকুড়া এবং শ্রীনিকেতনে। এই অঞ্চলগুলির তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৮.৪, ৩৬.৮, ৪০.৬, ৩৮.০, ৪১.২, ৪০.২ এবং ৪০.০ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুদিন কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া মুর্শিদাবাদ ইত্যাদি এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রী বেশি থাকতে পারে। বাতাসে থাকা আপেক্ষিক আদ্রতার জন্য অস্বস্তি বাড়বে। তবে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝারগ্রাম, ইত্যাদি অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা কথা ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া অফিস।
No comments:
Post a comment