বুধবার লালবাজার অভিযান নিয়ে বিজেপি সমর্থক এবং রাজ্য পুলিশের ধুন্ধুমার কাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর হলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।বৃহস্পতিবার বিকেল চার টায় রাজভবনে সর্বদলীয় বৈঠক ডাকেন তিনি। সেখানে তিনি সমস্ত দলগুলিকে সতর্ক করে দেন হিংসা না ছড়ানোর জন্য এবং প্রত্যেকটি দলকেই নির্দিষ্ট কিছু গাইডলাইন দিয়ে দেন । এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বক্তব্য ছিল উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করা।
বলাই বাহুল্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে তাতে আগুনে ঘি ঢালার কাজ করছে এই উস্কানিমূলক কথাবার্তা গুলি। তাই তিনি রাজনৈতিক নেতাদের আর্জি জানিয়েছেন তারা যেন উস্কানিমূলক কথাবার্তা গুলি বন্ধ করেন।
এ দিন সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়, কংগ্রেসের সোমেন মিত্র, বিজেপির জয় প্রকাশ মজুমদার এবং সিপিএমের মোহাম্মদ সেলিম। আলোচনা শেষে তিনি সমস্ত দলকেই রাজ্যবাসীর স্বার্থে কাজ করার জন্য আর্জি জানিয়েছেন এবং বলেছেন এমন ভাবে রাজনীতি পরিচালনা করে কাজ করতে হবে যাতে গোটা রাজ্যের উন্নয়ন অব্যাহত থাকে।
No comments:
Post a comment