Trending

Monday, 3 June 2019

এ কেমন দেশ! যেখানে মৃতদের ও বিয়ে হয়?


পৃথিবীর  বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন আছে। তার মধ্যে এমন কিছু আইন আছে যা চমকে দেওয়ার মতো। জেনে অবাক হবেন ১৯৫০ এর দশকে এমন একটি আইন আছে । মৃতদেহ কে বিয়ে করাকে নেক্রগেমি বলা হয়, ফ্রান্সে এই বিয়ে আইনগতভাবে বৈধ।

জানা গিয়েছে একটি বাঁধ ভেঙে ৪০০ জনের মৃত্যুর পর এই প্রথম প্রচলন হয়। এই চারশোজনের মধ্যে এক নারীর বাগদত্তা  স্বামীও ছিলেন। বিয়ের আগেই তার মৃত্যুতে কাতর সেই নারী ফ্রান্সের তত্‍কালীন প্রেসিডেন্ট চার্লস ডে গলের কাছে অনুরোধ করেন যাতে তাদের বিয়ে সম্পন্ন করতে দেয়া হয়।এই ঘটনার কয়েকমাস পরেই ফ্রান্সের পার্লামেন্টে মৃত্যু পরবর্তী বিয়ের বৈধতা দেওয়া হয়। শর্ত হচ্ছে, তাদের বাগদত্তা হতে হবে। যদি বিয়ে ঠিক হবার পরে যদি স্ত্রী বা পুরুষের মৃত্যু হয়, তবে এই বিয়ে সম্পন্ন করা হবে। চীন ও সুদানে ও এই প্রথা প্রচলিত।


No comments:

Post a Comment