Trending

Monday, 24 June 2019

নিরাপত্তাহীন বাঙ্গুর হাসপাতাল

এনআরএস কান্ডের জের মিটবে না মিটতেই আবারও খবরের শিরোনামে চলে এল আর এক সরকারি হাসপাতাল। এবার এম আর বাঙ্গুর হাসপাতাল। হাসপাতালের বেড থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন এক রোগী। শুক্রবার রাতে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 60 বছর বয়স্ক হরি নস্কর। শনিবার দিন ভিজিটিং আওয়ারস এ তার পরিবারের সবাই এসে দেখে তিনি বেডে নেই। সেখানে কর্তব্যরত নার্স এবং ওয়ার্ডবয়দের জিজ্ঞাসা করে জানা যায় দুপুর থেকে হঠাৎই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা হাসপাতাল খোঁজাখুজি করার পরও তাকে না পাওয়া পাওয়ায় অবশেষে রাতে তার পরিবারের লোকজন যাদবপুর থানায় একটি মিসিং ডায়েরি করে।

ঘটনায় স্বভাবতই বিক্ষুব্ধ ও তার পরিবারের লোকজন। যাদবপুর থানায় গিয়ে তারা ক্ষোভ উগরে দেয়। তাদের বক্তব্য হাসপাতালের মতন জায়গা থেকে একজন রোগী কিভাবে উধাও হয়ে যেতে পারেন এবং সেটা কারো ই নজরে পড়লো না কেন? কর্তব্যরত নার্স ,ডাক্তার ,ওয়ার্ড বয় কেউ হরি নস্কর কে কোথাও যেতে দেখেন নি। তার পরিবারের লোকজন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখাতে বললে হাসপাতাল তরফে জানানো হয় সি সি টিভি খারাপ। আরো একবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল। সিসিটিভি থাকা সত্ত্বেও সেটি যথোপযুক্ত ব্যবহার না হওয়ায় হাসপাতালে থাকা রোগী এবং ডাক্তারদের নিরাপত্তা সত‍্যিই প্রশ্নের মুখে।

No comments:

Post a Comment