Trending

Saturday, 8 June 2019

ভয়াবহ ঝড়ে সব তছনচ


প্রাকৃতিক বিপর্যয়ে  তছনচ নেপালের কৌলালী এবং কাঞ্চনপুর এই দুই স্থান। বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ ঝরে দু জনের প্রান হারায় এবং শখানেক মানুষ আহত হয়। কৌলালিতে ঝড়ের কারণে ৭৭ জন এবং কাঞ্চনপুর এ ২৩ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন ৪৭ বয়সী একজন লাহানুর চৌধুরি এবং অন্যজন বাহাদুর চৌধুরি বলে জানা গিয়েছে। সেই অঞ্চলের সিডিও  গতকাল সন্ধ্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা নিয়ে অনুসন্ধান করছে। আহত ৭৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই তুমুল ঝড়ে বহু বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ভেঙে পড়ে গাছও। সেই সঙ্গে জোরালো বৃষ্টি হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। এই বিপর্যয়ের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়ে যান চলাচলে সমস্যা দেখা দেয়। শুক্রবার সমস্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়। অনেক স্কুল এই ঝড়ে ক্ষতিগ্রস্তও হয়েছে।

অন্যদিকে কাঞ্চনপুরের ডেপুটি চিফ ডিস্ট্রিক্ট অফিসার গোকর্ণ প্রসাদ উপাধ্যায় এএনআই-কে জানান, ২৩ জন আহত হয়েছে এদিন, যাদের মধ্যে ৮ জন হাসপাতালে ভরতি। ১১ বছরের এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

No comments:

Post a Comment