আবারো অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল হাওড়া পুলিশ।সোমবার সকালে বাটরা থানার বেলিশিয়াস পার্ক এর কাছ থেকে এই যুবককে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। 29 বছর বয়সী বিশ্বজিৎ মালিক হাওড়ার দাস নগর থানা এলাকার লাইব্রেরী রোড এর বাসিন্দা। বিশ্বজিৎ এর কাছ থেকে পিস্তল এবং গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে হাওড়ায় বেআইনি অস্ত্র সহ এক ব্যক্তির ঘোরাফেরা করার কথা জানতে পারে হাওড়া সিটি পুলিশ। তারপরে শুরু হয়ে অভিযান এবং সেই অভিযানে ধরা পড়ে বিশ্বজিৎ মালিক। তার কাছ থেকে 7mm দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
প্রায় এক বছর আগে হাওড়া জেলার বাঁকড়া থানা এলাকায় একটি বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেয়েছিল পুলিশ।বিহারের মুঙ্গের বেআইনি অস্ত্র কারখানা জন্য বিখ্যাত। হাওড়ার এই বেআইনি অস্ত্র কারখানাতে মুঙ্গের থেকে শ্রমিক এনে কাজ করানো হতো। তবে এদিন উদ্ধার হওয়া অস্ত্রটি কোন কারখানার তা এখনই জানাতে পারেনি পুলিশ ।এই নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
No comments:
Post a comment