না, এ কোন পাহাড়ের দাবানল নয়, দাবানল থেকে নির্গত ধোঁয়া এটি নয়, এই ধোঁয়া তৈরি হচ্ছে জঞ্জালের স্তূপ থেকে সৌজন্যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধারে এক ধাপা। যেখানে আমার আপনার বাড়ির জঞ্জাল প্রতিনিয়ত জমা হয়।পাঁচটি পুরসভার আবর্জনা জমে তৈরি হয়েছে এই আবর্জনার পাহাড়। আর তাতেই বছরের পর বছর নাভিশ্বাস হচ্ছে ধাপা সংলগ্ণ বেলঘড়িয়ার আদর্শনগরের বাসিন্দাদের।দুর্গন্ধে বাড়ির জানালা দরজা অধিকাংশ সময় বন্ধ রাখতে হয়। দূষণ এর প্রতিবাদ আপত্তি আন্দোলনে কোন সুরাহা হয়নি।বর্জ্য পড়ার ফলে সালফার ডাই অক্সাইড কার্বন কোন অক্সাইড, হাইড্রোজেন সালফাফাইডের মত ক্ষতিকর গ্যাস তৈরি হয়। তার সঙ্গে নানা রকম হাইড্রোকার্বন মিশে থাকে। জঞ্জাল থেকে তৈরি হওয়া মিথেন গ্যাস শরীরের পক্ষে ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই গ্যাস শরীরে ঢুকে হাপানি সহ শ্বাসনালী ও ফুসফুসে নানা ধরনের রোগ হয়। আর এতে আক্রান্ত হচ্ছে এখানকার বাসিন্দারা। রাজ্য সরকার এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কে চিঠি লিখেও কোন লাভ হয়নি জানালেন গ্রীন নাগরিকের কার্যকরী সম্পাদক। প্রতিবছরের মতো আরেকটা বিশ্ব পরিবেশ দিবস চলে গেল। বিভিন্ন জায়গায় পদযাত্রা সেমিনার থেকে শুরু করে কত কিছুই হয়।কিন্তু তাতে কি হাল ফেরে পরিবেশের?প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ পাবে কি আদর্শ নগরের বাসিন্দারা??
না, এ কোন পাহাড়ের দাবানল নয়, দাবানল থেকে নির্গত ধোঁয়া এটি নয়, এই ধোঁয়া তৈরি হচ্ছে জঞ্জালের স্তূপ থেকে সৌজন্যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধারে এক ধাপা। যেখানে আমার আপনার বাড়ির জঞ্জাল প্রতিনিয়ত জমা হয়।পাঁচটি পুরসভার আবর্জনা জমে তৈরি হয়েছে এই আবর্জনার পাহাড়। আর তাতেই বছরের পর বছর নাভিশ্বাস হচ্ছে ধাপা সংলগ্ণ বেলঘড়িয়ার আদর্শনগরের বাসিন্দাদের।দুর্গন্ধে বাড়ির জানালা দরজা অধিকাংশ সময় বন্ধ রাখতে হয়। দূষণ এর প্রতিবাদ আপত্তি আন্দোলনে কোন সুরাহা হয়নি।বর্জ্য পড়ার ফলে সালফার ডাই অক্সাইড কার্বন কোন অক্সাইড, হাইড্রোজেন সালফাফাইডের মত ক্ষতিকর গ্যাস তৈরি হয়। তার সঙ্গে নানা রকম হাইড্রোকার্বন মিশে থাকে। জঞ্জাল থেকে তৈরি হওয়া মিথেন গ্যাস শরীরের পক্ষে ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই গ্যাস শরীরে ঢুকে হাপানি সহ শ্বাসনালী ও ফুসফুসে নানা ধরনের রোগ হয়। আর এতে আক্রান্ত হচ্ছে এখানকার বাসিন্দারা। রাজ্য সরকার এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কে চিঠি লিখেও কোন লাভ হয়নি জানালেন গ্রীন নাগরিকের কার্যকরী সম্পাদক। প্রতিবছরের মতো আরেকটা বিশ্ব পরিবেশ দিবস চলে গেল। বিভিন্ন জায়গায় পদযাত্রা সেমিনার থেকে শুরু করে কত কিছুই হয়।কিন্তু তাতে কি হাল ফেরে পরিবেশের?প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ পাবে কি আদর্শ নগরের বাসিন্দারা??
No comments:
Post a comment