বর্তমানে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হলো ট্রেন। কিন্তু অনেক সময়ই ট্রেনের যাতায়াতের সময় যাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। ভারতীয় রেল কর্তৃপক্ষ সেই উন্নত পরিষেবা প্রদানের অঙ্গীকার সবসময়ই দিয়ে চলেছেন। এই বিষয় সংক্রান্ত একটা নিয়ম অনেক যাত্রীরাই জানেন না ।যা তাদের জানা অত্যন্ত জরুরী।অনেক সময় দেখা যায় ট্রেন চলাচলের সময় যাত্রীদের টিকিট হারিয়ে যায় ।কিন্তু এখন আর তা নিয়ে কোন সমস্যা নেই।
প্রায় সময় যাত্রীদের কাছে ই টিকিট কেটে নেওয়ার পরে প্লাটফর্ম টিকিট থাকে ,তাহলে যাত্রী ট্রেনে যাতায়াত করতে পারবেন।জরুরী ভিত্তিতে টিকিট পরীক্ষকের সাথে কথা বলে নেওয়া যেতে পারে এবং তখন তাকে আড়াইশো টাকা জরিমানা দিতে হবে।আবার ট্রেন ছেড়ে দেওয়ার পর কোন যাত্রী যদি ট্রেন ফেল করে, তাহলে ভাড়ার 50% টাকা ফেরত পাওয়া যাবে ।তবে ট্রেন যদি ছেড়ে দেয় পরবর্তী স্টেশনে পৌঁছে সফর সম্পন্ন করার সম্ভাবনা থাকে, সে ক্ষেত্রে জাতির পরবর্তী স্টেশনে পৌছে যাত্রা সম্পন্ন করতে পারবেন ।দুটি স্টেশন পড়ে আরএএসসি যাদের টিকিট আছে তাদের কে টিকিট পরীক্ষক আসন দিতে পারেন।
No comments:
Post a Comment