Trending

Thursday, 20 June 2019

পুনরায় মহাপ্রলয় সংকটে ভারতের রাজ্য !


ফের ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত। গতকাল ওড়িশার কেঁপে ওঠার পর, আজ সকালে এই ঘটনা। এই প্রলয় তান্ডব এবার ভারতের মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের সাঁতরাতে এই কম্পনের মাত্রা ছিল ৪.৮ ম্যাগনিটিউড। 

গতকাল বিকাল প্রায় পাঁচটা চল্লিশ মিনিটে কেঁপে ওঠে ওড়িশার পশ্চিম দিক। সূত্র অনুযায়ী পশ্চিম ওড়িশার সম্বলপুর, কুচিন্দা, দেওগর, রাউরকেল্লা, বোনাই ও ঝারসুগুদা কেঁপে ওঠে এই ভূমিকম্পে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় যে তারা এই কম্পনের তীব্র অনুভূতি করেছেন। তবে এই কম্পন ছিল ক্ষণস্থায়ী। মাত্র কয়েক সেকেন্ড ধরে চলে এই কম্পন। তবে আতঙ্কের প্রভাব ছিল খুব। সকলে বেরিয়ে আসে বাড়ি-ঘর থেকে। 

তবে ক্ষয়ক্ষতি পরিমান কম। ওড়িশার ঝারসুগুদার এক বাসিন্দা লিজানিল নায়েক এক টি.ভি ইন্টারভিউতে জানান , ঘটনার সময় গোটা বাড়ি কাঁপতে শুরু করে। কাজেই সকলে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।  

 ইতিমধ্যে ওড়িশার স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে ওড়িশার কয়েকটি জায়গায়। আঙ্গুল, ডেঙ্কানল, জাজপুর, কেন্দাপাড়া, বালাসোর ও ভদ্রকে হতে চলেছে এই বৃষ্টিপাত। 

No comments:

Post a Comment