Trending

Saturday, 22 June 2019

গুলিতে আহত ভাটপাড়ার স্কুলের শিক্ষকওবৃহস্পতিবার ভাটপাড়ায় সংঘর্ষের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। এঁদের মধ্যে রয়েছেন সেখানকার ভারতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রদীপকুমার সাউ। তাঁর হাতে গুলি লাগে। এই মুহুর্তে তিনি ভর্তি রয়েছেন ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে। তবে কাদের গুলিতে তিনি আহত, সেই কথা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।

সকাল থেকে গণ্ডগোল শুরু হয়েছে। তাই স্কুল বন্ধ করে বাড়ি ফিরছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাউ। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গুলি তাঁর বা হাতে কবজিতে আঘাত করে। সঙ্গে ছিলেন এক সহকর্মী। সহকর্মীর বাইকে করে তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়ে গিয়েছে।

প্রদীপ কুমার সাউ জানিয়েছেন, একমাস ধরে এলাকায় গণ্ডগোল হচ্ছে। স্কুল ভাল করে চালানো যাচ্ছে না। বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে তিনি জানান, দূরে ছিল পুলিশ।কাদের
গুলিতে তিনি আহত, তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।

শুক্রবার থেকে থানা ঘেরাও শুরু করবে বিজেপি।বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন“পুলিশ পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে নিরীহ মানুষদের খুন করেছে । আমরা এই ঘটনার প্রতিবাদে বৃহত্তর আকারে থানা ঘেরাও কর্মসূচি পালন করব। নন্দীগ্রামের ধাঁচে আন্দোলন শুরু হবে । এই পুলিশি জুলুম চলবে না ।” এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। 

No comments:

Post a Comment