Trending

Friday, 7 June 2019

ঢুকছে বর্ষাকথা দিয়েও কথা রাখলো না বর্ষা। কেরলে বর্ষা আসার কথা ছিল 6 ই জুন। আপাতত আবার মৌসম ভবনের আবহাওয়াবিদরা জানিয়েছেন 6 জুন এর পরিবর্তে 8 জুন কেরালা উপকূল ধরে ঢুকবে বর্ষা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কেরলে মৌসুমী বায়ু ঢোকার 24 ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূল যুক্ত অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি সহ বেশ কিছু জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। 
তবে অল্পেতে মন ভরেনি সাধারণ মানুষের এবার মানুষ চায় বর্ষা। আবহাওয়াবিদদের মতে, এই মুহূর্তে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপের কমলি এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে সেটি এই আসছে দক্ষিণ পশ্চিম দিকে তারপরেই কেরলে প্রবেশ করবে বর্ষা। 

No comments:

Post a Comment