গত শুক্রবার বিজেপির দলীয় জনসভা অনুষ্ঠিত হয় উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় উপস্থিত ছিলেন বিজেপি দলের জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। সেখানেই তিনি ভারতীয় জনতা পার্টি এবং ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে প্রশংসা করেন। এরপর বিজেপির শাসনকাল নিয়েও ভবিষ্যবাণী করেন তিনি।
ভারতে কংগ্রেস পার্টির শাসনকাল সবথেকে বেশি। তবে মতো বিজেপির দলীয় জনসভায় ,বিজেপির শাসনকাল নিয়ে ভবিষ্যবাণী করেন রাম মাধব। তিনি জানিয়েছেন বিজেপির শাসনকাল ছাপিয়ে যাবে কগ্রেসের শাসনকালকে। তিনি আরো জানিয়েছেন স্বাধীনতার ১০০ বছর পর্যন্ত নশাসনে থাকবে পদ্মফুল। ভারত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে , অর্থাৎ ২০৪৭ পর্যন্ত শাসনে থাকবে বিজেপি। এমনটাই দাবি করছেন বিজেপি দলের জাতীয় সম্পাদক রাম মাধব।
No comments:
Post a comment