Trending

Saturday, 1 June 2019

রাজীব কুমারের বাড়িতে সি বি আই।

রাজীব কুমারের বাড়িতে সি বি আই টিম। পার্কস্ট্রিটে তার পূর্ব বাসস্থানে গিয়েছে সিবিআইয়ের প্রতিনিধি দল। প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে বেশ কিছু দিন ধরে তলব করছিল সিবিআই দল। তবে ১০ দিনের সময় চেয়ে নেন তিনি। 

রাজীব কুমারের বাড়িতে যান দুজন সিবিআই সদস্য। জানা গেছে  হাজিরা নথিভুক্ত করার জন্য গিয়েছিলো তারা। সাধারণত হাজিরা থানায় গিয়ে দিতে হয়। তবে তিনি পুলিশ কমিশনার পদে থাকায়, হাজিরার জন্য সিবিআই বাড়িতে আসে তার।  
গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে আগামী একমাসের জন্য রক্ষাকবজ পান তিনি। তবে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে সব রকম সাহায্য করার আদেশ দিয়েছে আদালত। সম্ভবত আগামী ১৪ই জুন এই মামলার শুনানি হতে পারে , এমনটা জানিয়েছেন বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়। 

No comments:

Post a Comment