কোপা আমেরিকা-২০১৯ শুরুতেই ব্রাজিল ও বলিভিয়া ম্যাচ দিয়ে মাঠে বল গড়াবে। এবারও এতে ১২টি দল অংশ নিচ্ছে। লাতিন আমেরিকার ১০টি দেশের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে কাতার ও জাপান। তিন গ্রূপ ভাগ হয়ে খেলবে দলগুলো।
গ্রূপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং পেরু।
গ্রূপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার।
গ্রূপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান এবং চিলি।
কোপা আমেরিকার সময়-সূচি
গ্রূপ এ
তারিখ ভেন্যু দল সময়
১৫ জুন শনিবার – সাও পাওলো – ব্রাজিল-বলিভিয়া- (সকাল ৬ টা)
১৬ জুন রোববার – পোর্তো অ্যালেগ্রি – ভেনিজুয়েলা-পেরু (রাত ১২.৩০ টা)
১৯ জুন বুধবার – রিও ডি জেনিরো – বলিভিয়া-পেরু (ভোর ৩ টে)
২০ জুন বৃহস্পতিবার – সালভাদর – ব্রাজিল-ভেনিজুয়েলা (সকাল ৬ টা)
২২ জুন রোববার – বেলো হরিজন্তে – বলিভিয়া-ভেনিজুয়েলা (রাত ১২.৩০টা)
২২ জুন রোববার – সাও পাওলো – পেরু-ব্রাজিল। (রাত ১২.৩০টা)
গ্রূপ বি
তারিখ ভেন্যু দল সময়
১৬ জুন রোববার – সালভাদর – আর্জেন্টিনা-কলম্বিয়া (ভোর ৩.৩০ টা)
১৭ জুন সোমবার – রিও ডি জেনিরো – প্যারাগুয়ে-কাতার (রাত ১২.৩০ টা)
২০জুন বৃহস্পতিবার –সাও পাওলো – কলম্বিয়া-কাতার (ভোর ৩ টা)
২০ জুন বৃহস্পতিবার –বেলো হরিজোন্তে – আর্জেন্টিনা-প্যারাগুয়ে (ভোর ৬ টা)
২৪ জুন সোমবার– পোর্তো অ্যালেগ্রি – কাতার-আর্জেন্টিনা (রাত ১২.৩০ টা)
২৪ জুন সোমবার– সালভাদর – কলম্বিয়া-প্যারাগুয়ে। (রাত ১২.৩০ টা)
গ্রূপ সি
তারিখ ভেন্যু দল সময়
১৭ জুন সোমবার– বেলো হরিজন্তে – উরুগুয়ে-ইকুয়েডর (ভোর ৩.৩০ টা)
১৮ জুন মঙ্গলবার – সাও পাওলো – জাপান-চিলি (ভোর ৪.৩০ টা)
২১ জুন শুক্রবার – পোর্তো অ্যালেগ্রি – উরুগুয়ে-জাপান (ভোর ৪.৩০ টা)
২২ জুন শনিবার – সালভাদর – ইকুয়েডর-চিলি (ভোর ৪.৩০ টা)
২৫ জুন মঙ্গলবার– বেলো হরিজন্তে – ইকুয়েডর-জাপান (ভোর ৪ টা)
২৫ জুন মঙ্গলবার– রিও ডি জেনিরো – চিলি-উরুগুয়ে। (ভোর ৪ টা)
কোয়ার্টার ফাইনাল
২৭ জুন থেকে ২৯ জুন।
সেমিফাইনাল
২ জুলাই এবং ৩ জুলাই
তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ
৬ জুলাই
ফাইনাল
৭ জুলাই
No comments:
Post a comment