বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা ভারত। ভোটের পরে ইংল্যান্ডের মাটিতে বিরাট বাহিনীর পারফরমেন্স দেখার জন্য চেয়ে রয়েছে ভারতবাসী। তবে এসবের মধ্যেও চলছে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা। ভারতের জনপ্রিয় স্টোরি পিক নামে একটি ওয়েবসাইট সম্প্রতি প্রকাশ করেছে এক আজব খবর। এখানে বলা হয়েছে, ভারত বিশ্বকাপ জিতলে নাকি রানী এলিজাবেথ ভারতের কোহিনুর ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছেন।
যদিও বিষয়টা একেবারে ঠাট্টা।বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিশ্বকাপের সমস্ত অধিনায়ক রানীর সাথে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন বিরাট কোহলিও। রানী সকলের সাথে কথা বলেন, ছবি তোলেন এবং নৈশভোজ সারেন। সেই সাক্ষাতকারে সমস্ত দেশের অধিনায়ক কে শুভেচ্ছা বার্তা জানায়। তারপরেই এলিজাবেথ কে নিয়ে নানা ঠাট্টা ছড়ায়। খবরটি নির্ভরযোগ্য নয় এমন সূত্র মারফত জানা গিয়েছে।
আগামী বুধবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারত। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা পরাস্ত হয় বাংলাদেশের কাছে। অন্যদিকে রবিবারে খবর এসেছে, বিরাট কোহলির আঙ্গুলের চোট পেয়েছে। প্রথম ম্যাচে খেলা নিয়ে অনিশ্চিত কেউ কেউ বলছে। এখন দেখার বিষয়, সাউদামটনের মাঠে ভারতের ভাগ্যে কি লেখা আছে।
No comments:
Post a comment