তাদের জন্য,যাদের সংসার ,অফিস, কলেজ, স্কুল ,বন্ধু বান্ধব সব কাজ সেরে নিজের জন্য আর সময় থাকে না। সারাদিনে তো পুরোটা কাজ শেষ করার সময় থাকে না। মাঝে মাঝে আমরা তাই বলে ফেলি কেন সময় এত দ্রুত চলে যায়। ভবিষ্যতে তার একটা সমাধান হয়তো মিলতে পারে।
যদি এমন হয় ২৫ ঘন্টা ১ দিনে। তাহলে বিষয়টা কেমন হবে। আমরা সকলেই জানি একদিন এ ২৪ ঘন্টা। এই ব্যাপারটা আপনার কাছে বিস্ময়ের কারণ হলেও ভবিষ্যতে এমনই হতে চলেছে। বাড়ছে দিনের মাপ। ১ দিনে ২৪ ঘন্টা নয় ২৫ ঘন্টায় একদিন হবে। সম্প্রতি এক গবেষণা থেকে উঠে এসেছে এই তথ্য।
No comments:
Post a Comment