আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০১৯ এর ইংল্যান্ডের সূত্রপাত ভালো হলেও, গত ম্যাচে পাকিস্তানের কাছে হার তাদের খুব কষ্ট দিয়েছে। হারের যন্ত্রনা যেতে না যেতেই আরেকটি বিপদের মুখে ইংল্যান্ড টিম। টিমের দুজন সদস্যের আইসিসির আচরণ ভঙ্গনের জন্য শাস্তি পেলো।
ম্যাচ হারার পর ট্রেন্ট ব্রিজ স্টেডিয়াম ইংল্যান্ডের দুই তারকা জেসন রয় এবং জোফ্ৰা আর্চার আইসিসির আচরণ ভাঙার জন্য শাস্তি পেলো। জেসন রয় আইসিসির কনডাক্টের ২.৩ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। মাঠে অভদ্র আচরণ এবং অশ্রব্য শব্দ ব্যবহার করার জন্য তাদের এই শাস্তি। এই অভিযুক্তের কারণে শুধু জরিমানাই হয়নি , আবার তাদের ডিসিপ্লিনারি রেকর্ড ডিমেরিট পয়েন্টেও যোগ হয়েছে।
No comments:
Post a comment